menu-iconlogo
huatong
huatong
--cover-image

পাগলির জীবন ধন্য হইতো

বাউল গানhuatong
sandrapoulinrnhuatong
Lyrics
Recordings
গান পাগলীর জীবন ধন্য হইত

প্রথম পাঠ ছেলে দ্বিতীয় পাঠ মেয়ে

গানের শেষে লাইক দিন

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

নিজে আল্লাহ ছিলেন পাগল সৃস্টিরও মূলে

নিজে আল্লাহ ছিলেন পাগল সৃস্টিরও মূলে

পাগলির জীবন ধন্য

হইতো পাগলারে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলির জীবন ধন্য

হইতো পাগলারে পাইলে

গানের শেষে লাইক দিন

আমার নবীর প্রেমে ওয়াজকুরুণী

পাগল হইয়া

৩২ দন্ত ফেলে দিলো পাগলামী করিয়া

নবীর প্রেমে ওয়াজকুরুণী

পাগল হইয়া

৩২ দন্ত ফেলে দিলো পাগলামী করিয়া

পাগল কূলের শিরমণী জানে সকলে

পাগল কূলের শিরমণী জানে সকলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

গানের শেষে লাইক দিন

আরে ইউসুফেরি রুপ জুলেখা

দেইখা স্বপনে

ইউসুফেরি ছবি আঁকে বইসা নির্জনে

ইউসুফেরি রুপ জুলেখা

দেইখা স্বপনে

ইউসুফেরি ছবি আঁকে বইসা নির্জনে

আশি বৎসর পরে দেখা হইলো জংগলে

আশি বৎসর পরে দেখা হইলো জংগলে

পাগলির জীবন ধন্য

হইতো পাগলারে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলির জীবন ধন্য

হইতো পাগলারে পাইলে

গানের শেষে লাইক দিন

রজগিনীর জন্য চন্দ্রীদাস

কিবা করিলো

প্রেমেরি সাগরে প্রেমের বড়শি বাইলো

রজগিনীর জন্য চন্দ্রীদাস

কিবা করিলো

প্রেমেরি সাগরে প্রেমের বড়শি বাইলো

এক চিতাতে পুড়লো দুইজন জানে সকলে

এক চিতাতে পুড়লো দুইজন জানে সকলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলারে পাইলে

লাইলিরো লাগিয়া মজনু

পাগল হইয়া

বনে বনে ঘুইড়া বেড়ায় লাইলির লাগিয়া

লাইলিরো লাগিয়া মজনু

পাগল হইয়া

বনে বনে ঘুইড়া বেড়ায় লাইলির লাগিয়া

দুই আত্না এক আত্না হইলো

বলে সালাম পাগলে

আরেও,দুই আত্না এক আত্না হইলো

বলে সালাম পাগলে

পাগলির জীবন ধন্য

হইতো পাগলারে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলির জীবন ধন্য

হইতো পাগলারে পাইলে

নিজে আল্লাহ ছিলেন পাগল সৃস্টিরও মূলে

নিজে আল্লাহ ছিলেন পাগল সৃস্টিরও মূলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে

পাগলার জীবন ধন্য

হইতো পাগলিরে পাইলে

ধন্যবাদ

More From বাউল গান

See alllogo

You May Like