menu-iconlogo
huatong
huatong
--cover-image

সিলেট হইলো লালে লাল

বাউল গানhuatong
ralphrottnhuatong
Lyrics
Recordings
সিলেট হলো লালে লাল

বাবা আসলেন শাহাজালাল

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

সিলেট হলো লালে লাল

বাবা আসলেন শাহাজালাল

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

কতো সুন্দর দেখতে লাগে

জালাল বাবার বাড়ি ঘর

যাকে উড়ে যাকে পরে

জালালিয়া কবুতর

কতো সুন্দর দেখতে লাগে

জালাল বাবার বাড়ি ঘর

যাকে উড়ে যাকে পরে

জালালিয়া কবুতর

পুকুর বড়া গজারে

আল্লাহর জিকির পরে

পুকুর বড়া গজারে

আল্লাহর জিকির পরে

বক্ত আসে দলে দলে

হইয়া উল মাতাল

বক্ত আসে দলে দলে

হইয়া উল মাতাল

হিন্দু মুসলিম নারি পুরুষ

আসে বাবার দরবার

আনাইয়া বিনাইয়া কান্দে

শাহাজালালের মাজার

হিন্দু মুসলিম নারি পুরুষ

আসে বাবার দরবার

আনাইয়া বিনাইয়া কান্দে

শাহাজালালের মাজার

বলে আল্লাহর আউলিয়া

আমায় লইয়ো তরাইয়া

বলে আল্লাহর আউলিয়া

আমায় লইয়ো তরাইয়া

আমি হইলাম শুধু তোমার

চরনের কাংগাল

আমি হইলাম শুধু তোমার

চরনের কাংগাল

জায়নামাজ বিছাইয়া বাবা সুরমা নদী পার হইলা

আজানেরও ধনি সুনে

ভাংলো দালান সাত তালা

জায়নামাজ বিছাইয়া বাবা সুরমা নদী পার হইলা

আজানেরও ধনি সুনে

ভাংলো দালান সাত তালা

বলে ইকরাম উদ্দিনে

তোমার দয়ার গুনে

বলে ইকরাম উদ্দিনে

তোমার দয়ার গুনে

সিলেট এসে জালাইলা

তুমি নুরের মসাল

সিলেট এসে জালাইলা

তুমি নুরের মসাল

সিলেট হলো লালে লাল

বাবা আসলেন শাহাজালাল

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

সিলেট হলো লালে লাল

বাবা আসলেন শাহাজালাল

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

৩৬০ আউলিয়া বাবায় সংগেতে নিয়া

ধন্যবাদ

More From বাউল গান

See alllogo

You May Like