menu-iconlogo
huatong
huatong
-hd-cover-image

HD বন্ধু তুমি আইবায় রে বলে

বাউল গানhuatong
jackimo1huatong
Lyrics
Recordings
বন্ধু তুমি আইবা’ রে... বলে...

আমি ঘর বান্ধিলাম নদীর কুলে' রে... বন্ধু।

আইবায় কইয়া তুমি আইলায় না’ রে...

বন্ধু তুমি আইবা’ রে... বলে...

আমি ঘর বান্ধিলাম নদীর কুলে' রে... বন্ধু।

আইবায় কইয়া তুমি আইলায় না’ রে...

ও বন্ধু আইবায় কইয়া তুমি আইলায় না’ রে...

কেউ কপি করবেন না

আষাঢ় মাসে গাংগে’ রে ভাটি।

আমি কোলকাতায় পাঠাইলাম চিঠি’ রে.. বন্ধু।

একটা ও চিঠির উত্তর দিলায় না’ রে...

আষার মাসে গাংগে রে ভাটি..

আমি কোলকাতায় পাঠাইলাম চিঠি রে বন্ধু

একটা ও চিঠির উত্তর দিলায় না রে

ও বন্ধু একটাও চিঠির উত্তর দিলায় না রে

কেউ কপি করবেন না

ভাদ্র মাসে তালে’ রে... এ পিঠা।

কার্তিক মাসে শসা মিঠা’ রে... বন্ধু...

দেশে আইয়া তুমি খাইলায় না’ রে...

ভাদ্র মাসে তালে রে ...পিঠা

কার্তিক মাসে শসা মিঠা রে বন্ধু

দেশে আইসা তুমি খাইলানা রে

বন্ধু দেশে আইসা তুমি খাইলানারে

কেউ কপি করবেন না

তালের গাছে বাউরে বাসা .....

যে দেখে সে করে..... আসা রে বন্ধু

কথা দিয়া তুমি রাখলাইনা রে

তালের গাছে বাউইরে বাসা

যে দেখে সে করে আসা রে বন্ধু

কথা দিয়া তুমি রাখলানা রে

ও বন্ধু কথা দিয়া তুমি রাখলানা রে

বন্ধু তুমি আইবা’ রে... বলে...

আমি ঘর বান্ধিলাম নদীর কুলে' রে... বন্ধু।

আইবায় কইয়া তুমি আইলায় না’ রে...

বন্ধু তুমি আইবা’ রে... বলে...

আমি ঘর বান্ধিলাম নদীর কুলে' রে... বন্ধু।

আইবায় কইয়া তুমি আইলায় না’ রে...

ও বন্ধু আইবায় কইয়া তুমি আইলায় না’ রে...

লাইক দিন

More From বাউল গান

See alllogo

You May Like