menu-iconlogo
huatong
huatong
avatar

সজনী গো যদি এলে /Hamid_WE

মান্না দে/Manna Deyhuatong
Hamid___🆆🅴huatong
Lyrics
Recordings
সজনী গো.....

সজনী গো যদি এলে,

রজনী কে বলো,

সে যেন ভোর না হয়

রজনী কে বলো

সে যেন ভোর না হয়

সজনী গো যদি এলে

রজনী কে বলো

সে যেন ভোর না হয়

রজনী কে বলো

সে যেন ভোর না হয়

কত কথা আছে হৃদয়ে জমা

জানি শুধু নিজে,জানি শুধু নিজে

কত কথা আছে হৃদয়ে জমা

জানি শুধু নিজে.....

চোখ দুট জলে আছে ভিজে

ভোর হলে যাবে চলে

মনে সেই ভয়....

রজনী কে বলো সে যেন ভোর না হয়

রজনী কে বলো সে যেন ভোর না হয়

সজনী গো...

এমন রজনী বুঝি এক বারই আসে

যতটা সময় পার,থেকো মোর পাশে

সজনী গো..

এমন রজনী বুঝি এক বারই আসে

যতটা সময় পার,থেকো মোর পাশে

কত দিন ধরে আশায় আশায়

পথ চেয়ে আছি,পথ চেয়ে আছি

Hamid_WE & sabinayasmin05

কত দিন ধরে আশায় আশায়

পথ চেয়ে আছি

এলে যদি তুমি কাছা কাছি

পাই যেন সব কথা বলার সময়

রজনী কে বলো সে যেন ভোর না হয়

রজনি কে বলো সে যেন ভোর না হয়

সজনী গো.......

সজনী গো যদি এলে

রজনী কে বলো সে যেন ভোর না হয়

রজনী কে বলে সে যেন ভোর না হয়

রজনী কে বলো সে যেন ভোর না হয়

More From মান্না দে/Manna Dey

See alllogo

You May Like