সজনী গো.....
সজনী গো যদি এলে,
রজনী কে বলো,
সে যেন ভোর না হয়
রজনী কে বলো
সে যেন ভোর না হয়
সজনী গো যদি এলে
রজনী কে বলো
সে যেন ভোর না হয়
রজনী কে বলো
সে যেন ভোর না হয়
কত কথা আছে হৃদয়ে জমা
জানি শুধু নিজে,জানি শুধু নিজে
কত কথা আছে হৃদয়ে জমা
জানি শুধু নিজে.....
চোখ দুট জলে আছে ভিজে
ভোর হলে যাবে চলে
মনে সেই ভয়....
রজনী কে বলো সে যেন ভোর না হয়
রজনী কে বলো সে যেন ভোর না হয়
সজনী গো...
এমন রজনী বুঝি এক বারই আসে
যতটা সময় পার,থেকো মোর পাশে
সজনী গো..
এমন রজনী বুঝি এক বারই আসে
যতটা সময় পার,থেকো মোর পাশে
কত দিন ধরে আশায় আশায়
পথ চেয়ে আছি,পথ চেয়ে আছি
Hamid_WE & sabinayasmin05
কত দিন ধরে আশায় আশায়
পথ চেয়ে আছি
এলে যদি তুমি কাছা কাছি
পাই যেন সব কথা বলার সময়
রজনী কে বলো সে যেন ভোর না হয়
রজনি কে বলো সে যেন ভোর না হয়
সজনী গো.......
সজনী গো যদি এলে
রজনী কে বলো সে যেন ভোর না হয়
রজনী কে বলে সে যেন ভোর না হয়
রজনী কে বলো সে যেন ভোর না হয়