menu-iconlogo
huatong
huatong
--cover-image

সবাই তো সুখী হতে চায়

মান্না দেhuatong
100022074722huatong
Lyrics
Recordings
সবাই তো সুখী হতে চায়

সবাই তো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয়, কেউ হয় না

জানি না বলে যা লোকে সত্যি কিনা

জানি না বলে যা লোকে সত্যি কিনা

কপালে সবার নাকি সুখ সয় না

সবাই তো সুখী হতে চায়।।

~~~~~~~~~~~~~

আশায় আশায় তবু এই আমি থাকি

যদি আসে কোনো দিন সেই সুখ পাখি

আশায় আশায় তবু এই আমি থাকি

যদি আসে কোনো দিন সেই সুখ পাখি

এই চেয়ে থাকা আর প্রাণে সয় না

সবাই তো সুখী হতে চায়।।

~~~~~~~~~~~~~~~~

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?

রাধা সুখী হয়েছিলো এই শ্যামরায়।।

~~~~~~~~~~~

আমিও রাধার মত ভালোবেসে যাবো

হয় কিছু পাবো, নয় সবই হারাবো

এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।

সবাই তো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয়, কেউ হয় না

জানি না বলে যা লোকে সত্যি কিনা

কপালে সবার নাকি সুখ সয় না

সবাই তো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয়, কেউ হয় না।।

More From মান্না দে

See alllogo

You May Like