menu-iconlogo
huatong
huatong
avatar

আকাশ হারায় নীল হারায়

রবি চৌধুরীhuatong
hajeehajeehuatong
Lyrics
Recordings
আকাশ হারায় নীল

হারায় আলোর দিন

বাগান হারায় ফুল নদী হারায় কূল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আকাশ হারায় নীল

হারায় আলোর দিন

বাগান হারায় ফুল নদী হারায় কূল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আরো নতুন নতুন মিউজিক পেতে

আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন

পথিক হারায় পথ চলার ই পথে

প্রেমিক হারায় প্রেম ভূলের ই স্রোতে

পথিক হারায় পথ চলার ই পথে

প্রেমিক হারায় প্রেম ভূলের ই স্রোতে

আমি চলার ই পথে কোনো ভূলের ই সাথে

দেবোনা জীবন জড়াতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আপনাদের উৎসাহ, ভালবাসা নিয়ে

বন্ধু হয়ে সবার পাশে থাকতে চাই

বাউল হারায় ঘর সুরের ই টানে

নাবিক হারায় দিক ঝড়ে ও বানে

বাউল হারায় ঘর সুরের ই টানে

নাবিক হারায় দিক ঝড়ে ও বানে

কারো মায়ার ই টানে কোনো প্রেমের ই বানে

দেবোনা হৃদয় ভাসাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আকাশ হারায় নীল

হারায় আলোর দিন

বাগান হারায় ফুল নদী হারায় কূল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আকাশ হারায় নীল

হারায় আলোর দিন

বাগান হারায় ফুল নদী হারায় কূল

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে

আমি চাইনা তোমায় হারাতে

আমার সুখের প্রদীপ নিভাতে।

লাইক প্লিজ

More From রবি চৌধুরী

See alllogo

You May Like