রিমঝিম রিমঝি বৃষ্টি যখন
আ..আহা..আ.. আহা..আ..
হো..হো..হো..লালা..লালা..
রিমঝিম রিমঝি বৃষ্টি যখন ঝরে রে
তোমার কথা শুধু মনে পরে রে
ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহেরে
তোমার কথা শুধু মনে পরে রে
এই লগনে তুমি কোন খানে
বলো না য়া.....
রিমঝিম রিমঝি বৃষ্টি যখন ঝরে রে
তোমার কথা শুধু মনে পরে রে ..
সূর্য যদি, আলো না দেয়
কোনো ক্ষতি, নেই তাতে
এই মনটারে, রাঙ্গিয়ে নিব
তোমার চোখের আলোতে
তোমারি ছিলাম, তোমারি আছি
কেনো বুজোনা .....
রিমঝিম রিমঝি বৃষ্টি যখন ঝরে রে
তোমার কথা শুধু মনে পরে রে...
তোমাকে নিয়ে, ভাবি যখন
মনেরি ভিতি কবিতা
এক এক করে, এই জীবনে
সবি যেনো, মিলে যায়
তোমারি ছিলাম, তোমারি আছি
কেনো বুজোনা...
রিমঝিম রিমঝি বৃষ্টি যখন ঝরে রে
তোমার কথা শুধু মনে পরে রে
ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহেরে
তোমার কথা শুধু মনে পরে রে
এই লগনে তুমি কোন খানে
বলো না য়া.....
রিমঝিম রিমঝি বৃষ্টি যখন ঝরে রে
তোমার কথা শুধু মনে পরে রে
ঝিরি ঝিরি ফাগুন হাওয়া বহেরে
তোমার কথা শুধু মনে পরে রে.....