,,,মায়ের-আশীর্বাদ,,, SANTU-MONDAL ,,,মায়ের-আশীর্বাদ,,,
জা……গো ……...
অলস শয়ন ছাড়ো…,,
সঙ্কোচ সংঘার…,,
নবারুণ রঙে রাঙো…,,
প্রভাত…… আলোর. ডমরু,যে বাজে এ…….,,
জাগো… মোহন প্রীতম জাগো…,,
জাগো… মোহন প্রীতম জাগো…,,
রজনী পোহায়ে গেল,,
নয়ন কমল মেলো,,
জাগো… মোহন প্রীতম,,
;;;;;;;;;;;;;;;;;; মূল-কণ্ঠে=লতা-মঙ্গেস্কর ;;;;;;;;;;;;;;;;;;
তিমির-বিদার পরে,,
এসো হে জ্যোতির্ময়,,
দূর কর মূর-গ্লানি,,
করো দুর সংশয়,,
তিমির-বিদার পরে,,
এসো হে জ্যোতির্ময়,,
দূর কর মূর-গ্লানি,,
করো দুর সংশয়,,
অমানিশা-ভ্রান্তি., কর সংক্রান্তি,,
জাগো… মোহন, প্রীতম জাগো…,,
রজনী পোহায় গেল,,
নয়ন কমল মেলো,,
জাগো… মোহন, প্রীতম…,,
আকাশে-বাতাসে শোনো, মুক্তির বন্ধন,,
কিসেরই দ্বিধায় আজি, কিসেরই এ ক্রন্দন,,
আকাশে-বাতাসে শোনো, মুক্তির বন্ধন,,
কিসেরই দ্বিধায় আজি, কিসেরই এ ক্রন্দন,,
দুঃখ বিমোচন,,
জাগো… ভয় ভঞ্জন,,
জাগো… মোহন. প্রীতম জাগো…,,
রজনী পোহায় গেল,,
নয়ন কমল মেলো,,
জাগো… মোহন প্রীতম,,
করুণাধারায় এসো, করুণারো কান্তি,,
পিপাসিত চিত্তেরও, তৃষ্ণারও শান্তি,,
করুণাধারায় এসো, করুণারো কান্তি,,
পিপাসিত চিত্তেরও, তৃষ্ণারও শান্তি,,
কাঁপিত হৃদয়েরও, সংতাপ ভঞ্জন,,
জাগো… মোহন. প্রীতম জাগো…,,
রজনী পোহায় গেল,,
নয়ন কমল মেলো,,
জাগো… মহনো প্রীতম,,
,,,মায়ের-আশীর্বাদ,,, SANTU-MONDAL ,,,মায়ের-আশীর্বাদ,,,