ছায়াছবি ~ মাদার
কথা ~ বীরেশ্বর সরকার
শিল্পী ~ লতা মঙ্গেশকর
সুর ~ বীরেশ্বর সরকার
হতাম যদি তোতাপাখি
তোমায় গান শোনাতাম
হতাম যদি বন-ময়ূরী
তোমায় নাচ দেখাতা.ম
হতাম যদি তোতাপাখি
তোমায় গান শোনাতা.ম.
মিউজিক
হতাম যদি ভোরের আকাশ
তোমার ঘুম ভাঙ্গাতাম
ও.ও.ও.ও, ও.ও.ও.ও…
হতাম যদি ভোরের আকাশ
তোমার ঘুম ভাঙ্গাতাম
হতাম যদি রাতের তারা
তোমায় ঘুম পাড়াতাম
তোমায় ঘুম পাড়াতাম
উম.উম.উম.উম., উম.উম.উম.উম.
হতাম যদি তোতাপাখি
তোমায় গান শোনাতাম
হতাম যদি বন-ময়ূরী
তোমায় নাচ দেখাতাম
হতাম যদি তোতাপাখি
তোমায় গান শোনাতা.ম.
মিউজিক
স্বপ্ন আমার সব কিছুই আজ
তোমায় ঘিরে ঘিরে
নদীর ঢেউ যেমন ফেরে
কূলের তীরে তীরে.
স্বপ্ন আমার সব কিছুই আজ
তোমায় ঘিরে ঘিরে
নদীর ঢেউ যেমন ফেরে
কূলের তীরে তীরে.
হতাম যদি ইচ্ছেমতো
সবই বুঝি পে.তাম
হতাম যদি ই.চ্ছেমতো
সবই বুঝি পে.তাম.
ভূবন মাঝে সকল কিছু
হৃদয় ভরে নিতা.ম.
হৃদয় ভরে নিতাম.
হতাম যদি তোতাপাখি
তোমায় গান শোনাতাম
হতাম যদি বন-ময়ূরী
তোমায় নাচ দেখাতা.ম.
হতাম যদি তোতাপাখি
তোমায় গান শোনাতাম
তোমায় নাচ দেখাতা.ম
তোমায় গান শোনাতাম
তোমায় নাচ দেখাতা.ম
তোমায় গান শোনাতাম