বেঁধেছে এমনো ঘর..
বেঁধেছে এমনো ঘর
শূন্যের উপর পোস্তা.. করে
ধন্য ধন্য... বলি তারে.
ধন্য ধন্য ও বলি তারে
ধন্য ধন্য ও বলি তারে,
বেঁধেছে এমনো ঘর,
বেঁধেছে এমনো ঘর
শূন্যের উপর পোস্তা করে।
ধন্য ধন্য ও বলি তারে
ধন্য ধন্য ও বলি তারে
বেঁধেছে এমনো ঘর
বেঁধেছে এমনো ঘর
শূন্যের উপর পোস্তা করে,
ধন্য ধন্য ও বলি তারে
ধন্য ধন্য ও বলি তারে।
সবে মাত্র একটি খুঁটি..
খুঁটির গোড়ায় নাইগো মাটি,
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইগো মাটি,
কিসের ভর রবে খটি
কিসের ভর রবে খটি
ঝড়ে তুফান এলে পরে।
ধন্য ধন্য ও বলি তারে
ধন্য ধন্য ও বলি তারে।
মোলা ধার কোঠুরি ৯ টা..
তার উপরে চিলে কোঠা,
মোলা ধার কোঠুরি ৯ টা
তার উপরে চিলে কোঠা,
থাকে এক পাগলা বেটা
থাকে এক পাগলা বেটা,
বসে একা অন্নে সরে।
ধন্য ধন্য ও বলি তারে
ধন্য ধন্য ও বলি তারে।
উপোর নিচে সারি সারি...
সারে নই দরজা তারি,
উপোর নিচে সারি সারি
সারে নই দরজা তারি
লালন কয় যেতে পারি
লালন কই যেতে পারি,
কোন দরজা খুলে ঘরে..
ধন্য ধন্য ও বলি তারে
ধন্য ধন্য ও বলি তারে।
বেধেছে এমনো ঘর
বেধেছে এমনো ঘর,
সুন্নের উপর পস্তা করে,
ধন্য ধন্য ও বলি তারে
ধন্য ধন্য ও বলি তারে।
ধন্য ধন্য ও... বলি তারে।