menu-iconlogo
huatong
huatong
avatar

যদি তরিতে বাসনা থাকে

লালন গীতিhuatong
𒆜Sohel𝄞সোহেল𒆜huatong
Lyrics
Recordings
যদি ত্বরি...তে বাসনা থাকে

ও তুমি ধররে ম..ন

এই সাধুর স..ঙ্গ

ভজরে আ..নন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর স..ঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ও যদি ত্বরি..তে বাসনা থাকে

ও তুমি ধররে মন

এই সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ঐ সাধুর ও গুণ যায় না বলা

শুদ্ধ চিত্ত অন্তর খোলা

ঐ সাধুর ও গুণ যায় না বলা

শুদ্ধ চিত্ত অন্তর খোলা

সাধুর দরশনে যায়

এই মনের ময়লা..আ আহা

এই..এই মনের ময়লা...

এই মনের ময়লা….

সাধুর দরশনে যায়

এই মনের ময়লা

দরশনে যায়

এই মনের ময়লা

পরশে প্রেমতরঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

সাধু সাধুজনার প্রেম হিল্লোলে

কত মানিক মুক্তা ফলে

সাধুজনার প্রেম হিল্লোলে

কত মানিক মুক্তা ফলে

ঐ সাধু যারে কৃপা করে

সাধু যারে কৃপা করে

প্রেমময় হয় প্রেমঅঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

হরি বল সবাই হরি বল

সবাই সাধুর বাহু বলো

সাধুর সঙ্গ গুণে রং ধরিবে

পূর্ব স্বভাব দূরে যাবে

সাধুর সঙ্গ গুণে রং ধরিবে

তোমার পূর্ব স্বভাব দূরে যাবে

ও ফকির লালন বলে

পাবে প্রাণ গোবিন্দ...ওহু

ওরে পাবে প্রাণ গোবিন্দ

প্রাণ গোবিন্দ..

ও ফকির লালন বলে

পাবে প্রাণ গোবিন্দ

লালন বলে পাবে প্রাণ গোবিন্দ

থাকবে সাধুর সহ সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ধররে মন সাধুর সঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ভজরে আনন্দের গৌরাঙ্গ

ও তুমি ভজরে….

আ...নন্দের গৌরাঙ্গ

More From লালন গীতি

See alllogo

You May Like