এই রাত ওই চাঁদ
শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
সুর - রবীন চট্টপাধ্যায়
আপলোড-তাপস
--------------
এই রাত ওই চাঁদ.. এই ফুল ওই তারা
ডেকে বলে কেঁদোনা কেঁদোনা ওগো তুমি কেঁদো না,
এই রাত ওই চাঁদ.. এই ফুল ওই তারা
ডেকে বলে কেঁদোনা কেঁদোনা ওগো তুমি কেঁদো না,
আমার ফাগুনে আজ শ্রাবণের ছায়া যেন,
আঁখি জলে শুধু আমি বেদনা,
আমার ফাগুনে আজ শ্রাবণের ছায়া যেন,
আঁখি জলে শুধু আমি বেদনা,
এই রাত ওই চাঁদ.. এই ফুল ওই তারা
ডেকে বলে কেঁদোনা কেঁদোনা ওগো তুমি কেঁদো না।
----------------
ঝরা মালা বলে আমি বয়ে উঠি ধূলিতে,
নাও মোরে তুলে ওগো ব্যথা ভরা বিরহেরী ভোলিতে,
আর যে পারিনা আমি সহিতে,
মিলন লগন জানি আসিবে আবার ফিরে,
আলো হলে ছায়া বুকে বেঁধোনা,
মিলন লগন জানি আসিবে আবার ফিরে,
আলো হলে ছায়া বুকে বেঁধোনা,
এই রাত ওই চাঁদ.. এই ফুল ওই তারা
ডেকে বলে কেঁদোনা কেঁদোনা ওগো তুমি কেঁদো না।
----------------
তবু কেন কাঁদি আমি মন যেন মানেনা,
ব্যথা ছাড়া এজীবনে প্রেম মোর আর কিছু জানে না,
আর যে পারিনা আমি সহিতে,
কে যেন ডাকিয়া বলে হৃদয় বেনুতে তব,
বেদনার সুর মিছে সেধনা,
কে যেন ডাকিয়া বলে হৃদয় বেনুতে তব,
বেদনার সুর মিছে সেধনা,
এই রাত ওই চাঁদ.. এই ফুল ওই তারা
ডেকে বলে কেঁদোনা কেঁদোনা ওগো তুমি কেঁদো না।
-সমাপ্ত -