menu-iconlogo
huatong
huatong
avatar

*তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া

সৈয়দ আব্দুল হাদী/ত্যাগhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Lyrics
Recordings
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কন্দিয়া---

==============

তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কন্দিয়া---

-=আপলোড বাই মজিবুর=-

কেহ আগে কেহ পরে

যেতে যে হবে

জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে

============

কেহ আগে কেহ পরে

যেতে যে হবে

জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে

আমি অধম কি করিব

সময় হলে চলে যাবো

মাটির দেহ মাটির মাঝে---

যাবে মিশিয়া---

=============

তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া---

-=আপলোড বাই মজিবুর=-

রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে

বহুরূপী সাজি আমি কতনা সাজে

============

রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে

বহুরূপী সাজি আমি কতনা সাজে

পরপারে কি বলিব ভবের কামায় কি দেখাবো

নকল হাটে আসল সোনা---

গেলাম বেচিয়া---

============

তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া---

তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া

কি হবে আর কান্দিয়া---

====ধন্যবাদ====

More From সৈয়দ আব্দুল হাদী/ত্যাগ

See alllogo

You May Like