menu-iconlogo
huatong
huatong
avatar

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

সৈয়দ আব্দুল হাদীhuatong
pullhead1huatong
Lyrics
Recordings
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

জলসিঁড়ি নদীরতীরে

তোর খুশির কাঁপন যেন বাজে

ও… কাশবনে ফুলে ফুলে

তোর মধুর বাসর বুঝি সাজে

তোর একতারা হায় করে

বাউল আমায় সুরে সুরে

ও… ও… ও…

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

আঁকা বাঁকা মেঠো পথে

তোর রাখাল হৃদয় জানি হাসে

ও… পদ্মকাঁপা দিঘীর ঝিলে

তোর সোনার স্বপন খেয়া ভাসে

তোর এই আঙ্গিনায় ধরে

রাখিস আমায় চিরতরে।

ও… ও… ও…

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ,প্রিয় জন্মভূমি

More From সৈয়দ আব্দুল হাদী

See alllogo

You May Like