menu-iconlogo
huatong
huatong
avatar

𝗖𝗛𝗹𝗥𝗢𝗗𝗹𝗡𝗹 𝗧𝗨𝗠𝗹 𝗝𝗔𝗭𝗣𝗘𝗥.♠️

𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️huatong
JAZPER.♠️huatong
Lyrics
Recordings
A Recreated Music tuned by Jazper

রোদের ঝিলিক তুমি চাঁদের হাসি

শরীর হবে দুটো মন পাশাপাশি

তুমি ছিলে আমার আমারই আছো

জীবনের সব কথা তোমায় ভালোবাসি

মরে গেলে জন্ম নিয়ে বলবো আবার তোমায় মনটা দিয়ে

চিরদিনই তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারি

চিরদিনই তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারি।

Music

এতো কাছে রয়েছো তুমি

আরও কাছে তোমাকে যে চাই

তুমি ছাড়া এমন আপন

আমার যে আর কেউ নাই

এতো কাছে রয়েছো তুমি

আরও কাছে তোমাকে যে চাই

তুমি ছাড়া এমন আপন

আমার যে আর কেউ নাই

তোমায় ছেড়ে আমি তো নেই

রইছো তুমি আমার অন্তর জুড়ে।

চিরদিনই তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারি।

Music & Po

এ জীবন ফুরিয়ে যেদিন

পাবো এক নতুন জীবন

সেদিনও হবে একাকার

দু'জনার এই দু'টি মন

এ জীবন ফুরিয়ে যেদিন

পাবো এক নতুন জীবন

সেদিনও হবে একাকার

দু'জনার এই দু'টি মন

তুমি আছো সেই কবিতা

পড়ি যাকে আমি দিনা আর রাত ..

More From 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️

See alllogo

You May Like

𝗖𝗛𝗹𝗥𝗢𝗗𝗹𝗡𝗹 𝗧𝗨𝗠𝗹 𝗝𝗔𝗭𝗣𝗘𝗥.♠️ by 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️ - Lyrics & Covers