menu-iconlogo
huatong
huatong
avatar

𝗜𝗮𝗴𝗲𝗻𝗮 𝘃𝗮𝗜𝗼𝗼 𝗮𝗿 𝗝𝗔𝗭𝗣𝗘𝗥.♠️

𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️huatong
JAZPER.♠️huatong
Lyrics
Recordings
? ? ? ? ?

ℓуяι¢ѕ ιη вєηgαℓι

ও হো, হো হো হো..

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর

লাগে না ভালো আর।

আছে ভালোবাসা নেই অধিকার,

আছে ভালোবাসা নেই অধিকার,

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..

MUSIC

আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে

বুঝিনি তো আলোর ভাষা ও..

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালোবাসা।

আঁধারে খোঁজে মন, আলোকে সারাক্ষণ।

মেলে না, ওহোহো মেলে না।

করে তুমি তুমি মন যে আমার,

করে তুমি তুমি মন যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..

MUSIC

চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ

নেই শুধু তুমি কাছে।

হায় যদি একবার যেত গো জানানো

আমারও যে হৃদয় আছে।

জীবনের একটি ভুল, ঝরালো কত ফুল

জানিনা, ওহোহোহো জানিনা।

কাঁদে একা একা প্রাণ যে আমার,

কাঁদে একা একা প্রাণ যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..

? ?

More From 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️

See alllogo

You May Like