menu-iconlogo
huatong
huatong
avatar

Rup Dekhe Bolbo Ki

Abdul Jabbarhuatong
❤___ALI___❤huatong
Lyrics
Recordings
====>

রুপ দেখে বলবো কি

ভাষা খুঁজে পাই...না

যা...

==A==L==I==>

রুপ দেখে বলবো কি

ভাষা খুঁজে পাই...না

চাঁদ যদি ঘরে থাকে

চাঁদ যদি ঘরে থাকে

আকাশের চাঁদ চাই না...

হা.. হা.. হা..

রুপ দেখে বলবো কি

ভাষা খুঁজে পাই...না

==Order for any music==>

==__ALI__==>

==1==2==3==>

আঁখি দুটি অঞ্জন অঞ্জন

মুখে মাখা চন্দন চন্দন

অঞ্জনে চন্দনে পাগল করেছে এই মন

হে হে... ওহো... ওহো

==A==L==I==>

সোনার হাতে কাঁকন কাঁকন

পায়ের নূপুর গুঞ্জন গুঞ্জন

কাঁকনে গুঞ্জনে জাগালো একি শিহরণ

ঘোমটা খুলতে দ্বিধা কি

আমি ভেবে পাই... না

ঘরে যদি ফুল ফোটে

ঘরে যদি ফুল ফোটে

বনেরই ফুল চাই...না

হা.. হা.. হা.

রুপ দেখে বলবো কি

ভাষা খুঁজে পাই...না

চাঁদ যদি ঘরে থাকে

চাঁদ যদি ঘরে থাকে

আকাশের চাঁদ চাই না...

হা.. হা.. হা..

রুপ দেখে বলবো কি

ভাষা খুঁজে পাই...না

==__ALI__==>

রুপতো নয় আগুন আগুন

অঙ্গ ভরা ফাগুন ফাগুন

আগুনে ফাগুনে আমি তো জ্বলেছি দ্বিগুণ

এহে...ওহো.. হোও....

==__ALI__==>

রাত হলো বাসর বাসর

তুমি আমি দোসর দোসর

বাসরে দোসরে মিলনে হবো যে মুখর

কাছে আসতে লজ্জা কি

আমি ভেবে পাই...না

বধূ যদি মধু দিলো

বধূ যদি মধু দিলো

মৌচাকের মধু চাই.. না...

হা.. হা.. হা..

রুপ দেখে বলবো কি

ভাষা খুঁজে পাই...না

চাঁদ যদি ঘরে থাকে

চাঁদ যদি ঘরে থাকে

আকাশের চাঁদ চাই না...

হা.. হা.. হা..

রুপ দেখে বলবো কি

ভাষা খুঁজে পাই...না

__ALI__

More From Abdul Jabbar

See alllogo

You May Like

Rup Dekhe Bolbo Ki by Abdul Jabbar - Lyrics & Covers