আরে পারতাম যদি ভুলতে রে তোর
কাজল কালো চোখ
আমার দিন কাটতো রঙিন হয়ে
থাকতো আর দুখ
তোর মায়া মুখটা ভাসালে চোখে
থাকে না রে হুশ
আমি বলবো কি হায় নিজে হারায়
তোর মায়াতেই বুধ
আমার ভিতরটাই জানে
মায়া কারে বলে
এই মায়া তো কাটবে নারে
এ জীবন ও গেলে
আমার অশ্রুখানা জানে
কতো ভালোবাসি তোরে
তোর মায়া তো কাটবে নারে
এ জীবন ও গেলে
Music
চোখের আড়াল হলে দিলে
হতো রে দহন
সেই তুই আজ বহু দূরে
কেমনে সহে মন
মন যাতনা মন ভাবনা
বুঝতি যদি হায়
ওরে থাকতি না আর দূরে সরে
ছাড়তি না আমায়
চোখের আড়াল হলেই দিলে
হতো রে দহন
সেই তুই আজ বহু দূরে
কেমনে সহে মন
মন যাতনা মন ভাবনা
বুঝতি যদি হায়
ও রে থাকতি না আর দূরে সরে
ছাড়তি না আমায়
আমার ভিতরটাই জানে
মায়া কারে বলে
এই মায়া তো কাটবেনারে
এ জীবন ও গেলে
আমার অশ্রুখানা জানে
কতো ভালোবাসি তোরে
তোর মায়া তো কাটবে নারে
এ জীবন ও গেলে
(Arrg by Ajaharul Islam)
(Thank You)