menu-iconlogo
huatong
huatong
avatar

সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া - Sat Somudro Tero Nodi Pari Diya

Andru Kishorhuatong
༄❥⃝𖤓M.MOIN❥⃝♻️🅱🆂🅰♻️huatong
Lyrics
Recordings
গানের কথাঃ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া...

গীতিকারঃ শিবলী আহাম্মেদ (আহাম্মেদ ইসমত),

সুরকারঃ তাজুল ইসলাম,

শিল্পীঃ এন্ড্রু কিশোর,

অ্যালবামঃ ফেসবুকে,

-----------------

🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...

-----------------

সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া...

বিদেশ আইলাম বাংলারে বুকে নিয়া,

অহন তো কাইন্দা মরি দ্যাশে যামু বইলা,

সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া...

বিদেশ আইলাম বাংলারে বুকে নিয়া,

অহন তো কাইন্দা মরি দ্যাশে যামু বইলা,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ,

Music

বাড়ি-ঘর ছাইড়া আইসা...

বাবা মায়েরে দ্যাশে রাইখা,

চইলা আইছি বিদেশ বিদেশ কইরা,

বাড়ি-ঘর ছাইড়া আইসা...

বাবা মায়েরে দ্যাশে রাইখা,

চইলা আইছি বিদেশ বিদেশ কইরা,

কূল কিনারা পাইনা অহন,

ছটফটাইয়া মরে এই মন,

অহন তো কাইন্দা মরি দ্যাশে যামু বইলা,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ,

Music

দুঃখ ভরা হৃদয় নিয়া...

সুখের আশায় সব ভুলিয়া,

পরাণপাখি রাইখা আইছি ঘরে,

দুঃখ ভরা হৃদয় নিয়া...

সুখের আশায় সব ভুলিয়া,

পরাণপাখি রাইখা আইছি ঘরে,

মেলে রাখি দুটি আঁখি,

স্বপনে তাহারে দেখি,

অহন তো কাইন্দা মরি দ্যাশে যামু বইলা,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ,

সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া...

বিদেশ আইলাম বাংলারে বুকে নিয়া,

অহন তো কাইন্দা মরি দ্যাশে যামু বইলা,

সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া...

বিদেশ আইলাম বাংলারে বুকে নিয়া,

অহন তো কাইন্দা মরি দ্যাশে যামু বইলা,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,আমারই দেশ,

হৃদয়ে দেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ,

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ।

-----------------

খোদা হাফেজ

Uploaded by Moinul Jibon

More From Andru Kishor

See alllogo

You May Like