menu-iconlogo
huatong
huatong
avatar

Dekhechi Rup Sagore Moner Manush

Anirban Sikdarhuatong
psp69acehuatong
Lyrics
Recordings
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন আর নেভে না।

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন আর নেভে না।

আমায় বলে বলুক লোকে মন্দ,

বিরহে তার প্রাণ বাঁচে না

বলে বলুক লোকে মন্দ,

বিরহে তার প্রাণ বাঁচে না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

হুমমমম উমমমমমম উমমমমমম উমমম

হো ও ও ও হো ও ও ও ও ও হো ও ও ও ও ও ও ও

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

বিরলে বসে করো যোগ সাধনা।

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

বিরলে বসে করো যোগ সাধনা।

একবার ধরতে পেলে মনের মানুষ,

ছেড়ে যেতে আর দিও না

ধরতে পেলে মনের মানুষ,

ছেড়ে যেতে আর দিও না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

তারে ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলেম না

ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলেম না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

হো ও ও ও হো ও ও ও ও ও হো ও ও ও ও ও ও ও

ো ও ও ও হো ও ও ও ও ও হো ও ও ও ও ও ও ও

More From Anirban Sikdar

See alllogo

You May Like

Dekhechi Rup Sagore Moner Manush by Anirban Sikdar - Lyrics & Covers