সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নিভেনা
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরনে জ্বলছে আগুন আর নিভেনা
আমায় বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রান বাঁচে না
বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা
হম... হুম.. হুম..
হোও.. ওহো...ওহো..
গথিক কয় ভেবোনা রে ডুবে যাও রূপ সাগরে
পথিক কয় ভেবোনা রে ডুবে যাও রূপ সাগরে
বিরলে বসে কর যোগ সাধনা
পথিক কয় ভেবোনা রে ডুবে যাও রূপ সাগরে
বিরলে বসে কর যোগ সাধনা
একবার ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিওনা
ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিওনা, দেখেছি
দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেও আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেও আর পেলেম না, দেখেছি
দেখেছি রুপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা
হোও...ওহো...হোহোও.....