menu-iconlogo
huatong
huatong
avatar

Bristi

Anjan Dutthuatong
rlebberthuatong
Lyrics
Recordings
আমি বৃষ্টি দেখেছি

বৃষ্টির ছবি একেছি

আমি রোদে পুড়ে

ঘুরে ঘুরে অনেক কেঁদেছি

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার

খেলা থামেনি

শুধু তুমি চলে যাবে

আমি স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি

চারটে দেয়াল মানেই নয়তো ঘর

নিজের ঘরেও অনেক মানুষ পর

কখন কিসের টানে মানুষ

পায় যে খুঁজে বাঁচার মানে

ঝাপসা চোখে দেখা এই শহর

আমি অনেক ভেঙ্গেচুরেও

আবার শুরু করেছি

আবার পাওয়ার আশায়

ঘুরে মরেছি

আমি অনেক হেরে গিয়েও

হারটা স্বীকার করিনি

শুধু তোমায় হারাবো

আমি স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি

হারিয়ে গেছে তরতাজা সময়

হারিয়ে যেতে করেনি আমার ভয়

কখন কিসের টানে মানুষ

পায় যে খুঁজে বাঁচার মানে

ঝাপসা চোখে দেখা এই শহর

আমি অনেক স্রোতে

বয়ে গিয়ে

অনেক ঠকেছি

আমি আগুন থেকে

ঠেকে শিখে

অনেক পুড়েছি

আমি অনেক কষ্টে

অনেক কিছুই

দিতে শিখেছি

শুধু তোমায় বিদায় দিতে হবে

স্বপ্নেও ভাবিনি

More From Anjan Dutt

See alllogo

You May Like