# TRACK : Prithibi bodle geche
# VOICE : JAMES
# UPLOAD : DURZOY MIRZA
# LYRICS :-
পৃথিবী বদলে গেছে
বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
পৃথিবী বদলে গেছে
বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
<=====> MUSIC <=====>
চেনা শহরটা পাল্টে গেলো
নেই সেই পথটা আগের মত
পোষাকের মত সব পূরন করে
পাল্টালে তুমিও ঠিক তত
তোমার হৃদয়টা হয়েছে ক্ষয়
এখন অনেক তুমি দামী
বদলাইনি বদলাইনি শুধু আমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
<=====> MUSIC <=====>
যেমন কথা ছিল তেমনই আছি
তোমাতেই ভিন্ন সুখের বসবাস
আমার আকাশটা এখনও নীল
পাল্টে গেল শুধু তোমার আকাশ
ঐ নীল আকাশে স্বপ্নে উড়াও
চাষ করো নতুন এক জমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
পৃথিবী বদলে গেছে
বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
পৃথিবী বদলে গেছে
বদলে গিয়েছো তুমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
বদলাইনি বদলাইনি শুধু আমি
<=====> THNX <=====>