menu-iconlogo
huatong
huatong
avatar

Aaj Harai

Asif Akbar/Nodihuatong
kantaikantaihuatong
Lyrics
Recordings
অন্তহীন দিগন্তটা

এঁকেছি তারে স্বপ্নছোঁয়ায়

ভেসে ভেসে আসা শুভ্র মেঘের দল

আবেগী মনের বারতা জানায়

অন্তহীন দিগন্তটা

এঁকেছি তারে স্বপ্নছোঁয়ায়

ভেসে ভেসে আসা শুভ্র মেঘের দল

আবেগী মনের বারতা জানায়

চলো না দু′জন সেখানে যাই

ভালো লাগা কিছু ক্ষণেতে

দু'জনেতে আজ হারাই

চলো না দু′জন সেখানে যাই

ভালো লাগা কিছু ক্ষণেতে

দু'জনেতে আজ হারাই

বিকেলের ওই সোনা রোদে

ধুলোমাখা পথে হেঁটে হেঁটে অজানায়

এলোমেলো বাতাসে সে

শিস দিয়ে ডাকে ভালোবেসে

রংধনু মন মিশে মিশে যায়

চলো না দু'জন সেখানে যাই

ভালো লাগা কিছু ক্ষণেতে

দু′জনেতে আজ হারাই

চলো না দু′জন সেখানে যাই

ভালো লাগা কিছু ক্ষণেতে

দু'জনেতে আজ হারাই

মেহেদির ওই রঙে রঙে

তুলির আঁচড় দিয়ে রাঙানো এ দুটি মন

বারে বারে যেন পাই, খুঁজে পাই

দু′জনে দু'জনার ঠিকানায়

মনেতে মন ডুবে যেতে চায়

চলো না দু′জন সেখানে যাই

ভালো লাগা কিছু ক্ষণেতে

দু'জনেতে আজ হারাই

অন্তহীন দিগন্তটা

এঁকেছি তারে স্বপ্নছোঁয়ায়

ভেসে ভেসে আসা শুভ্র মেঘের দল

আবেগী মনের বারতা জানায়

চলো না দু′জন সেখানে যাই

ভালো লাগা কিছু ক্ষণেতে

দু'জনেতে আজ হারাই

চলো না দু'জন সেখানে যাই

ভালো লাগা কিছু ক্ষণেতে

দু′জনেতে আজ হারাই

More From Asif Akbar/Nodi

See alllogo

You May Like