তুমি হাসি মুখে বললে বিদায়
বন্ধু বিদায়...বিদায়...
বোঝিনি তখনও তোমাকে ছাড়া
এক সমুদ্র জীবন আমার
এতো খানি হবে অসহায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়
তুমি হাসি মুখে বললে বিদায়
বন্ধু বিদায়...বিদায়
বোঝিনি তখনও তোমাকে ছাড়া
এক সমুদ্র জীবন আমার
এতো খানি হবে অসহায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়
তোমাকে বলার ছিলো না কিছু
পিছু ডাকার ছিলো না তো অধিকার
চলে যাওয়া পারিনি যে ধরে রাখতে
সহজে ভুলে গেছো আমাকে
নিরবে শুকালো যে সুখের নদী অবেলায়
নিরবে শুকালো যে সুখের নদী অবেলায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়
হে..হে..হে..হে..হে..হে.এ
একেমন ভালোবাসা বলো আমায়
কিছু পাওয়া বাকি সবই হারাবার
যে হিসেব চেয়েছো যে মনে আঁকতে
সে কথা পারিনি যে আজও জানতে
সেই ভালো জিতে গেলে হ্নদয় ভাঙ্গার খেলায়
সেই ভালো জিতে গেলে হ্নদয় ভাঙ্গার খেলায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়
হাসি মুখে বললে বিদায়
বন্ধু বিদায়...বিদায়...
বোঝিনি তখনও তোমাকে ছাড়া
এক সমুদ্র জীবন আমার
এতো খানি হবে অসহায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়
তুমি হাসি মুখে বললে বিদায়
বন্ধু বিদায়...বিদায়...
বোঝিনি তখনও তোমাকে ছাড়া
এক সমুদ্র জীবন আমার
এতো খানি হবে অসহায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়।
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়
বিদায় বন্ধু বিদায়।