
Cholo Niralay
M:প্রেমে হাসিয়া ভাসিয়া
উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
F:প্রেমে হাসিয়া ভাসিয়া
উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
<
> M:আমি আর আমি নই তোমাতে ডুবিয়া রই দিয়েছো পাগল করিয়া উথাল পাথাল মন দরিয়া F:পরানে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে M:প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চল নিরালায় চল নিরালায় M/F:মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছলায় চল নিরালায় চল নিরালায় <> M:তুমি আর একা নও আমাতে মিশিয়া রও দেখিয়া রাখিব তোমায় পিয়াসী মনের গালিচায় F:শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে M:প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চল নিরালায় চল নিরালায় মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছলায় চল নিরালায় চল নিরালায় M/F:চল নিরালায় চল নিরালায় চল নিরালায় চল নিরালায় চল নিরালায় চল নিরালায় চল নিরালায় চল নিরালায়