menu-iconlogo
huatong
huatong
avatar

Monalisa

Ayon Chakladerhuatong
pandabug_1997huatong
Lyrics
Recordings
তুমি আমার Mona Lisa, আমি Da Vinci

প্রেম-তুলিতে এই মনেতে তোমায় আঁকছি

তুমি আমার Mona Lisa, আমি Da Vinci

প্রেম-তুলিতে এই মনেতে তোমায় আঁকছি

আকাশ থেকে প্রতিটাদিন

প্রেম যে কিনছি

ভালোবাসার অভাব আমার নেই এক ইঞ্চি

ছিল যে মন আমার ছন্নছাড়া

তোমার দেখে সে আজ পাগলপাড়া

ছিল যে মন আমার ছন্নছাড়া

তোমার দেখে সে আজ পাগলপাড়া

আকাশ থেকে প্রতিটাদিন

প্রেম যে কিনছি

ভালোবাসার অভাব আমার নেই এক ইঞ্চি

হটাৎ ঘুরে গেল জীবনের মুখ

ভালো আছি তোমাকে ভালোবাসার পর

হটাৎ ঘুরে গেল জীবনের মুখ

ভালো আছি তোমাকে ভালোবাসার পর

আকাশ থেকে প্রতিটাদিন

প্রেম যে কিনছি

ভালোবাসার অভাব আমার নেই এক ইঞ্চি

তুমি আমার Mona Lisa, আমি Da Vinci

প্রেম-তুলিতে এই মনেতে তোমায় আঁকছি

তুমি আমার Mona Lisa, আমি Da Vinci

প্রেম-তুলিতে এই মনেতে তোমায় আঁকছি

আকাশ থেকে প্রতিটাদিন

প্রেম যে কিনছি

ভালোবাসার অভাব আমার নেই এক ইঞ্চি

More From Ayon Chaklader

See alllogo

You May Like