menu-iconlogo
huatong
huatong
avatar

Bondi Jege Ache [Limon Chowdhury]

Ayub Bachchu/LRBhuatong
༒⃝𝗟𝗜𝗠𝗢𝗡_𝗖𝗛༒⃝🦅𝗕⭕𝗣༒huatong
Lyrics
Recordings
Arranged & Uploaded By “Limon Chowdhury” For More Tracks Inbox Please

জংধরা শেকলের শব্দে

পাথরের দেয়ালে কাঁপছে ছায়া

ঘুমন্ত পৃথিবীর শেষ চিৎকারে

গরাদের ফাঁক গলে কঠিন দুচোখ মেলে………

শুধু বন্দী জেগে আছে

শুধু বন্দী জেগে আছে

জংধরা শেকলের শব্দে

পাথরের দেয়ালে কাঁপছে ছায়া

ঘুমন্ত পৃথিবীর শেষ চিৎকারে

গরাদের ফাঁক গলে কঠিন দুচোখ মেলে………

শুধু বন্দী জেগে আছে

শুধু বন্দী জেগে আছে

Arranged & Uploaded By “Limon Chowdhury” For More Tracks Inbox Please

সেন্ট্রির হুইসেলে বুকের মাঝে

ফোঁটা ফোঁটা রক্ত ঝরে

সেলের কপাটে আহত ইতিহাস

যেতে যেতে থমকে পড়ে

হাজার বছরের বোবা কান্নায়

জ্বালিয়ে রাখে বুকের কাছে

শুধু বন্দী জেগে আছে

শুধু বন্দী জেগে আছে

Arranged & Uploaded By “Limon Chowdhury” For More Tracks Inbox Please

নিঃশ্বাসে নিঃশ্বাসে ভারী বাতাসে

চুপি চুপি আঁধার জ্বলে

বন্দীর পায়চারী হঠাৎ থেমে

যাতনার গল্প বলে

হাজার বছরের বোবা কান্নায়

জ্বালিয়ে রাখে বুকের কাছে

শুধু বন্দী জেগে আছে

শুধু বন্দী জেগে আছে

জংধরা শেকলের শব্দে

পাথরের দেয়ালে কাঁপছে ছায়া

ঘুমন্ত পৃথিবীর শেষ চিৎকারে

গরাদের ফাঁক গলে কঠিন দুচোখ মেলে………

শুধু বন্দী জেগে আছে

শুধু বন্দী জেগে আছে

শুধু বন্দী জেগে আছে

শুধু বন্দী জেগে আছে

Arranged & Uploaded By “Limon Chowdhury” For More Tracks Inbox Please

More From Ayub Bachchu/LRB

See alllogo

You May Like