কবিতা তুমি এখনও
রাত হলে কি তারাদের গুনো
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো
যেই গান তুমি শুনিয়ে
গড়ে ছিলে এই মনে আবাস
যেই গান গুনগুনিয়ে
দিলে আমায় তোমার আকাশ
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উরায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুরায়
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উরায়