?
____ বৃষ্টি ____
M. /আমি নিয়া চইলা যামু ঢাকা শহরে
আমি তোমায় নিয়া চইলা যামু ঢাকা শহরে
তোমার বাপেরই ডরে
তোমার বাপেই ডরে
তোমার বাপেই ডরে যাবো ঢাকা শহরে
F. /আমি তোমার সাথে যাইতে রাজি পরান বন্ধু রে
আমি তোমার সাথে যাইতে রাজি পরান বন্ধু রে
আমার বাপেই ডরে
আমার বাপেই ডরে
আমার বাপেই ডরে যাবো ঢাকা শহরে।
<<<<<<<<<<<
=========
>>>>>>>>>>>
M. /তোমার ছোট্ট ভাই বড় সেয়ানা
যত বুজাই তারে সে তো মানে না
=========
F. /কেউ বুজেনা আমার মনের বেদনা
তুমি ছাড়া কিছু ভালো লাগে না
M. /তাই দুজন মিলে পালিয়ে যাবো ঢাকা শহরে
তাই দুজন মিলে পালিয়ে যাবো ঢাকা শহরে
তোমার বাপেই ডরে
তোমার বাপেই ডরে
F. /আমার বাপেরি ডরে যাবো ঢাকা শহরে
M // আমি তোমায নিয়া চইলা যামু ঢাকা শহরে
আমি তোমায় নিয়া চইলা যামু ঢাকা শহরে
তোমার বাপেরি ডরে
তোমার বাপেরি ডরে
তোমার বাপেরি ডরে যাবো ঢাকা শহরে
F. /আমি তোমার সাথে যাইতে রাজি পরান বন্ধু রে
আমি তোমার সাথে যাইতে রাজি পরান বন্ধু রে
আমার বাপেরি ডরে
আমার বাপেরি ডরে
আমার বাপেই ডরে যাবো ঢাকা শহরে
<<<<<<<<<<
=========
>>>>>>>>>>
F. /বস ছেড়ে এসেছি তোমারি কাছে
তুমি ছাড়া এই পুরান কি বাঁচে
==========
M. /তিন তিন বার কবুলপরে করিবো বিয়ে
প্রেম পরশে দিবো বস ভুলিয়ে
F. /তাই তোমার বুকে বাইখো আমায় যতন করে
তাই তোমার বুকে রাইখো আমার যতনও করে
M. /তোমার বাপেরি ডরে
তোমার বাপেরি ডরে
F. /আমার বাপেরি ডরে যাবো ঢাকা শহরে
M. আমি তোমায় নিয়া চইলা যামু ঢাকা শহরে
আমি তোমায় নিয়া চইলা যামু ঢাকা শহরে
তোমার বাপেরি ডরে
তোমার বাপেরি ডরে
তোমার বাপেরি ডরে যাবো ঢাকা শহরে
F. /আমি তোমার সাথে যাইতে রাজি পরান বন্ধু রে
আমি তোমার সাথে যাইতে রাজি পরান বন্ধু রে
আমার বাপেই ডরে
আমার বাপেই ডরে
আমার বাপেই ডরে যাবো ঢাকা শহরে
?