ছেলে: অপরুপা রুপ তোমার
ভ্রমর কালো চোখ
গোলাপ ফোটা ঠোট দু’টি
দেখি অপলক
বিধাতা বানালো তোমায়
বসে তিলে তিলে
এই মনটা কেড়ে নিলে
তুমি প্রাণটা কেড়ে নিলে
অপরুপা রুপ তোমার
ভ্রমর কালো চোখ
গোলাপ ফোটা ঠোট দু’টি
দেখি অপলক..
:
চয়েস বাই “আইয়ুব” বন্ধন
আপলোড বাই “ইমাম” টিআরএন
:
ছেলে: তোমায় স্বপ্নে দেখেছিলো
হয়তো কোন কবি
কোন শিল্পী একেঁছিলো
স্বপ্নে তোমার ছবি
মেয়ে: তোমার ভালবাসা আমার
প্রাণের চেয়ে দামী
তোমার জন্যে পৃথিবীতে
জন্ম নিলাম আমি
ছেলে: বুঝি তারও আগে তুমি আমার
হৃদয় জুড়ে ছিলে
মেয়ে: এই মনটা কেড়ে নিলে
তুমি প্রাণটা কেড়ে নিলে
ছেলে: অপরুপা রুপ তোমার
ভ্রমর কালো চোখ
গোলাপ ফোটা ঠোট দু’টি
দেখি অপলক
:
চয়েস বাই “আইয়ুব” বন্ধন
আপলোড বাই “ইমাম” টিআরএন
:
মেয়ে: তোমার সাথে জীবন আমার
বাঁধা সুখে দুখে
তোমার বুকে বাঁচবো আমি
মরবো তোমার বুকে
ছেলে: আমার জীবন ধন্য হলো
তোমায় বুকে পেয়ে
এই জন্মে চাওয়ার মতো
কি আছে এর চেয়ে
মেয়ে: তুমি চাওয়ার আগেই সকল চাওয়া
পূর্ণ করে দিলে
এই মনটা কেড়ে নিলে
তুমি প্রাণটা কেড়ে নিলে
ছেলে: অপরুপা রুপ তোমার
ভ্রমর কালো চোখ
গোলাপ ফোটা ঠোট দু’টি
দেখি অপলক
বিধাতা বানালো তোমায়
বসে তিলে তিলে
মেয়ে: এই মনটা কেড়ে নিলে
তুমি প্রাণটা কেড়ে নিলে
ছেলে: অপরুপা রুপ তোমার
ভ্রমর কালো চোখ
গোলাপ ফোটা ঠোট দু’টি
দেখি অপলক