menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সোনার অঙ্গে-ইমাম টিআরএন

By IMAM 'TRN'huatong
✿⑅⃝💠IMAM💠🅣︎🅡︎🅝︎࿐huatong
Lyrics
Recordings
মেয়ে: আমার সোনার অঙ্গে..

আহা..

আমার সোনার অঙ্গে

ফুল ফুটেছে

কেমনে একা রই

আমি কেমনে একা রই

আমার সোনার অঙ্গে

ফুল ফুটেছে

কেমনে একা রই

আমি কেমনে একা রই

আমায় একটা রশিক বন্ধু খুইজা দেনা সই

তোরা আইনা দেনা সই

তোরা আইনা দেনা সই

:

আপলোড বাই ‘ইমাম’ টিআরএন

ফ্যামিলিতে সবাইকে স্বাগতম

:

মেয়ে: দক্ষিন হাওয়ায় নড়েচড়ে গাছেরও পাতা

কার কাছে বলিবো আমার মনেরও কথা গো

মনেরও কথা

হা.. দক্ষিন হাওয়ায় নড়েচড়ে গাছেরও পাতা

কার কাছে বলিবো আমার মনেরও কথা গো

মনেরও কথা

বুকের বসন যায়রে উড়ে

কেমন করে রাখি ধরে

আমি হায় বারেবারে বেসরম হই

আমায় একটা রশিক বন্ধু খুইজা দেনা সই

তোরা আইনা দেনা সই

তোরা আইনা দেনা সই

:

আপলোড বাই ‘ইমাম’ টিআরএন

ফ্যামিলিতে সবাইকে স্বাগতম

:

ছেলে: ঐ লাল লাল গালে

আদর দিতে চাই

কালো কালো চোখে

ডুবে যেতে চাই

ঐ লাল লাল গালে

আদর দিতে চাই

কালো কালো চোখে

ডুবে যেতে চাই

মেয়ে: এসো এসো তুমি আরো কাছে

কানে কানে কিছু বলার আছে

বলার আছে

আমার সোনার অঙ্গে

আহা..

আমার সোনার অঙ্গে

ফুল ফুটেছে

কেমনে একা রই

আমি কেমনে একা রই

আমায় একটা রশিক বন্ধু খুইজা দেনা সই

তোরা আইনা দেনা সই

তোরা আইনা দেনা সই

আহা..

হায়..

ওইহই..

More From By IMAM 'TRN'

See alllogo

You May Like