menu-iconlogo
huatong
huatong
dev2052-aguner-kotha-bondhu-ke-boli-sanjeeb-chowdhury-cover-image

Aguner Kotha Bondhu Ke Boli Sanjeeb Chowdhury

Dev2052huatong
debasish291huatong
Lyrics
Recordings
আগুনের কথা বন্ধুকে বলি

দু’হাতে আগুন তাড়

কার মালা হতে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ়।

আগুনের কথা বন্ধুকে বলি

দু’হাতে আগুন তাড়

কার মালা হতে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ়।

যার হাতখানি পুড়ে গেলো বধূ আঁচলে তাহারে ঢাকো

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

একজন ডাকে দূরবর্তীকে মাস্তুলখানি দোলে

মুক্তার লোভে কে হায় ডুবুরি ঝিনুকের মালা খোলে।

একজন ডাকে দূরবর্তীকে মাস্তুলখানি দোলে

মুক্তার লোভে কে হায় ডুবুরি ঝিনুকের মালা খোলে।

কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধূলির মায়া মাখো।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

পাতালের মেয়ে সূর্য চেনে না

আঁধার তাহার ভাই প্রজাপতি বলে বুকে নাও তারে আলোয় তারে সাজাই।

কে তবে জ্বালায় ছায়ার শিখাটি কার মুখ চেয়ে থাকো।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।

জলের ঝিয়ারি তিন ভাগ জলে মিশিয়ে দিয়েছে বালি

বালিয়ারি ডাকে কাছে আয় তবে পাতালে আগুন জ্বালি

পথ ছুটে যায় চার আঙিনায়

সেই পথ মেলে নাকো।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।

একজন ডাকে দূরবর্তীকে মাস্তুলখানি দোলে

মুক্তার লোভে কে হায় ডুবুরি ঝিনুকের মালা খোলে।

একজন ডাকে দূরবর্তীকে মাস্তুলখানি দোলে

মুক্তার লোভে কে হায় ডুবুরি ঝিনুকের মালা খোলে।

কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া গোধূলির মায়া মাখো।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

রাখো ।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

আজও ডানাভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো ।।

More From Dev2052

See alllogo

You May Like