মেয়ে: মন চুরি করে তুমি করোনা ধুনফুন 
দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন 
তুমি একটু আড়াল হলে 
এই অন্তর শুধু জলে 
মনের চোখে দেখো আমার বুকে কি আগুন 
ছেলে: হোও..মন চুরি করে তুমি করোনা ধুনফুন 
দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন 
তুমি একটু আড়াল হলে 
এই অন্তর শুধু জলে 
মনের চোখে দেখো আমার বুকে কি আগুন 
মেয়ে: মন চুরি করে তুমি করোনা ধুনফুন 
   ডিজে মিক্স এমডি মানিক 
  মেয়ে: এই বুকেরই ছোট্ট ঘরে তোমায় পেয়েছি 
তোমার মাঝে আমি যে আজ হারিয়ে গেছি 
হায় হায় হারিয়ে গেছি 
  ছেলে: হোও..এই বুকেরই 
ছোট্ট ঘরে তোমায় পেয়েছি 
তোমার মাঝে আমি যে আজ হারিয়ে গেছি 
হায় হায় হারিয়ে গেছি  
মেয়ে: তুমি প্রেম দিয়েছো  
তুমি সুখ দিয়েছো  
ছেলে: তুমি প্রেম দিয়েছো সুখ দিয়েছো 
মেয়ে: জানি এ হৃদয় ভরে দিতে এনেছো ফাগুন 
ছেলে: হোও..মন চুরি করে তুমি করোনা ধুনফুন 
মেয়ে: ও... 
ছেলে: দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন 
মেয়ে: হুম তুমি একটু আড়াল হলে 
এই অন্তর শুধু জলে 
মনের চোখে দেখো আমার বুকে কি আগুন 
ছেলে: মন চুরি করে তুমি করোনা ধুনফুন 
   ডিজে মিক্স এমডি মানিক 
  ছেলে: তুমি এলে রঙে রঙে, রাঙাতে জীবন 
একটুখানি সরে গেলে কেমন করে মন 
হায় হায় কেমন করে মন 
  মেয়ে: হোও..তুমি এলে রঙে রঙে, রাঙাতে জীবন 
একটুখানি সরে গেলে, কেমন করে মন 
হায় হায় কেমন করে মন 
ছেলে: তুমি দুরে থেকো না.. 
তুমি ভুলে যেও না.. 
মেয়ে: হা হা তুমি দুরে থেকো না ভুলে যেওনা 
ছেলে: হাই তুমি ছাড়া প্রাণে জ্বালা 
বারে যে দ্বিগুণ... 
মেয়ে:হোও..মন চুরি করে তুমি করোনা ধুনফুন 
ছেলে: হ্য 
মেয়ে: দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন 
তুমি একটু আড়াল হলে এই অন্তরে শুধু জলে 
মনের চোখে দেখো আমার বুকে কি আগুন 
ছেলে: হোও..মন চুরি করে তুমি করোনা ধুনফুন 
মেয়ে: হৈই হৈই 
ছেলে: দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন 
তুমি একটু আড়াল হলে এই অন্তর শুধু জলে 
মনের চোখে দেখো আমার বুকে কি আগুন 
মেয়ে ছেলে: মন চুরি করে 
তুমি করোনা ধুন ফুন 
মন চুরি করে তুমি করোনা ধুন ফুন 
 ধন্যবাদ