menu-iconlogo
huatong
huatong
ferdous-ara--cover-image

নেই তো জীবনে আমার

Ferdous Arahuatong
poppieannhuatong
Lyrics
Recordings
আ আ আ আ...

আ আ আ আ...

ও...ও...ও..ও ও ও

নেইতো জীবনে আমার

বাঁচার কোন আশা

নেইতো জীবনে আমার

বাঁচার কোন আশা

মিথ্যে হয়ে গেছে যখন

একটা মেয়ের ভালোবাসা

মিথ্যে হয়ে গেছে যখন

একটা মেয়ের ভালোবাসা

নেইতো জীবনে আমার

বাঁচার কোন আশা

মিথ্যে হয়ে গেছে যখন

একটা ছেলের ভালোবাসা

মিথ্যে হয়ে গেছে যখন

একটা ছেলের ভালোবাসা

প্রেমের চলনা কেন বলনা

করেছো আমার সাথে.....

করেছো আমার সাথে...

কেন করে ভূল,ভালোবাসার ফুল

দিয়েছো আমার হাথে...

দিয়েছো আমার হাথে...

বুবা হয়ে গেছে আজ

এ বুকের যত ভাষা..

বুবা হয়ে গেছে আজ

এ বুকের যত ভালোবাসা

নেইতো জীবনে আমার

বাঁচার কোন আশা

নেইতো জীবনে আমার

বাঁচার কোন আশা

মিথ্যে হয়ে গেছে যখন

একটা ছেলের ভালোবাসা

চোখে দুঃখের জ্বল করে টলমল

এ মনে প্রেমের জ্বালা

এ মনে প্রেমের জ্বালা

বুকে জড়ালে কেন পোরালে

গলাতে ফুলের মালা

গলাতে ফুলের মালা

কি হবে পৃথিবীতে

হায় বেঁধে কোন আশা

কি হবে পৃথিবীতে

হায় বেঁধে কোন আশা

নেইতো জীবনে আমার

বাঁচার কোন আশা

নেইতো জীবনে আমার

বাঁচার কোন আশা

মিথ্যে হয়ে গেছে যখন

একটা ছেলের ভালোবাসা

মিথ্যে হয়ে গেছে যখন

একটা ছেলের ভালোবাসা

ভূল হলে ক্ষমা করবেন

Music Hindi Version

ধন্যবাদ সবাইকে

More From Ferdous Ara

See alllogo

You May Like