menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-mathar-keso-diya-cover-image

মাথার কেশও দিয়া বন্ধু | Mathar keso diya

Ferdous Arahuatong
nolanedwshuatong
Lyrics
Recordings
মাথার কেশও দিয়া বন্ধু লিখা দিলাম হায়

বৈদেশেতে যাইয়া প্রানের স্বামী

ভুইলেন না আমারে রে

মন আমার কাঁন্দে রে...

ঘরের লক্ষী প্রাণের খাইরুন....

আমার জানের জান...

ময়মনসিংহে যাইমু আমি

কি লাগবো তোমারও রে

মন আমার কাঁন্দে রে

শাড়ি চাইনা গয়না চাইনা

চাইনা মতির মালা

আপনি আমার চোখের মনি

আপনি গলার মালা রে

মন আমার কান্দে রে

যার লাগিয়া এত পাগল

কেমনে যাই ছাড়িয়া

বিদায় দাও আমারে প্রানের খাইরুন

ভালোবাসা দিয়া রে

মন আমার কান্দে রে

পায়ের ধুলা মাথায় রাইখা

বিদায় দিলাম হায়

ভালোয় ভালোয় থাইকেন প্রাণের স্বামী

এই দোয়া চাই ওরে

মন আমার কাঁন্দে রে

More From Ferdous Ara

See alllogo

You May Like