Arrange By BᴇᴀʀᴅMᴀɴ
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
তুমি তো বোঝ না, জেনেও না জান না
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
তুমি তো বোঝ না, জেনেও না জান না
Arrange By BᴇᴀʀᴅMᴀɴ
কেন মিছে দ্বিধা কর
লুকোচুরি কেন কর
দূরে দূরে কেন থাক
কাছে এসে চেয়ে দেখ
বন্ধু আমাকে চিনে নিতে পার কি না
তুমি তো বোঝ না, জেনেও না জান না
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
তুমি তো বোঝ না, জেনেও না জান না
Arrange By BᴇᴀʀᴅMᴀɴ
তুমি ওগো তুমি মোরে
বেধেছ যে মায়া ডোরে
তুমি ছাড়া একা একা
সবই যেন লাগে ফাকা
বন্ধু আমাকে ফাকি দিয়ে চলে যেও না
তুমি তো বোঝ না, জেনেও না জান না।
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
তুমি তো বোঝ না জেনেও না জান না
ওগো তুমি যে আমার কত প্রিয়
কেমন করে বোঝাই বল
তুমি তো বোঝ না, জেনেও না জান না