menu-iconlogo
huatong
huatong
gamcha-polash-amar-moyna-gosha-koirase-cover-image

Amar Moyna Gosha Koirase

Gamcha Polashhuatong
꧁𝑅𝑂𝑁𝑌_𝑀𝑂𝐿𝐿𝐼𝐾_𝐺𝐵𝑀꧂huatong
Lyrics
Recordings
অল্প বয়সে প্রেম করিয়া করিয়াছি ভুল

সেই ভুলের কারণে আমার,গেল জাতি কুল

ওরে টাকা-পয়সা সোনা দানায়,কোন শান্তি নাই

মনের শান্তি না থাকিলে,সবই হয় যে ছাই

এই দুনিয়ায় বেঁচে আছি,যাহারি আশায়

আমায় ছাইড়া সেই মেয়েটি,পরের ঘরে যায়

এই দুনিয়ায় বেঁচে আছি,যাহারি আশায়

আমায় ছাইড়া সেই মেয়েটি,পরের ঘরে যায়

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

অল্প বয়সে প্রেম করিয়া,করিয়াছি ভুল

সেই ভুলের কারণে আমার,গেল জাতি কুল

টাকা-পয়সা সোনা দানায়,কোন শান্তি নাই

মনের শান্তি না থাকিলে,সবই হয় যে ছাই

অল্প বয়সে প্রেম করিয়া,করিয়াছি ভুল

সেই ভুলের কারণে আমার,গেল জাতি কুল

টাকা-পয়সা সোনা দানায়,কোন শান্তি নাই

মনের শান্তি না থাকিলে,সবই হয় যে ছাই

এই দুনিয়ায় বেঁচে আছি,যাহারি আশায়

আমায় ছাইড়া সেই মেয়েটি,পরের ঘরে যায়

এই দুনিয়ায় বেঁচে আছি,যাহারি আশায়

আমায় ছাইড়া সেই মেয়েটি,পরের ঘরে যায়

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

এতদিনের ভালোবাসা,ভাঙিলে একদিনে

আহারে দয়ারও পাষাণ,এই ছিল তোর মনে

তুই যে আমার পরান পাখি,আদরেরো টিয়া

কথা ছিল তোরে আমি,কইরা লইমু বিয়া

এতদিনের ভালোবাসা,ভাঙিলে একদিনে

আহারে দয়ারও পাষাণ,এই ছিল তোর মনে

তুই যে আমার পরান পাখি,আদরেরো টিয়া

কথা ছিল তোরে আমি,কইরা লইমু বিয়া

সুখের ঘরে দুঃখের আগুন,জালাইয়া দিলি

আমি যে তোর আপন মানুষ,কেমনে পর করিলি

সুখের ঘরে দুঃখের আগুন,জালাইয়া দিলি

আমি যে তোর আপন মানুষ,কেমনে পর করিলি

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

জীবনে মরনে আমি,চেয়েছিলাম যারে

ভুল বুঝিয়া প্রানের বন্ধু,ছাইরা গেলা মোরে

তার বিরহে কাইন্দা কাইন্দা,কাটে আমার রাত

সে তো এখন ঘুইরা বেড়ায়,ধইরা স্বামীর হাত

জীবনে মরনে আমি,চেয়েছিলাম যারে

ভুল বুঝিয়া প্রানের বন্ধু,ছাইরা গেলা মোরে

তার বিরহে কাইন্দা কাইন্দা,কাটে আমার রাত

সে তো এখন ঘুইরা বেড়ায়,ধইরা স্বামীর হাত

আমার দুঃখ দেইখা কান্দে,বনের পোষা পাখি

কানতে কানতে নদী হইল,আমার দুইটা আখি

আমার দুঃখ দেইখা কান্দে,বনের পোষা পাখি

কানতে কানতে নদী হইল,আমার দুইটা আখি

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

আমার ময়নায় গোসা কইরাছে রে

আমার ময়নায় গোসা কইরাছে

গোসা কইরা পরের ঘরের ময়না,বউ হয়েছে

ওরে গোসা কইরা পরের ঘরের

ময়নায় বউ হয়েছে

ওরে গোসা কইরা পরের ঘরের

ময়নায় বউ হয়েছে

More From Gamcha Polash

See alllogo

You May Like