menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobashbo Bashbo Re Bondhu

Habib Wahidhuatong
mer1dianhuatong
Lyrics
Recordings
ভালোবাসবো বাসবো রে বন্ধু

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুমমম

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুমমম

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে

পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা

আচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না

দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা

আচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না

আমি প্রথম দেখে পাগল হইলাম

মন যে আর মানে না

কাছে আইসো বন্ধু প্রেমের কারণে

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুমমম

নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে

স্বপ্ন দেখ বন্ধু তুমি নিগুঢ় আলিঙ্গনে

নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে

স্বপ্ন দেখ বন্ধু তুমি নিগুঢ় আলিঙ্গনে

তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম

নিলাম আপন করে

পাশে থাকব রে বন্ধু তোমার কারণে

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে

আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে

More From Habib Wahid

See alllogo

You May Like