menu-iconlogo
huatong
huatong
jisan-khan-shuvo-megh-cover-image

মেঘ Megh

Jisan Khan Shuvohuatong
spirits202huatong
Lyrics
Recordings
ও মেঘ, ও মেঘ রে তুই

যা না উড়ে,

আমার বন্ধু থাকে যে শহরে।

ও মেঘ, ও মেঘ রে তুই

বলিস বন্ধুরে,

আমি আজও ভালোবাসি যে তারে।

ও মেঘ, ও মেঘ রে তুই

যা না উড়ে,

আমার বন্ধু থাকে যে শহরে ।

ও মেঘ, ও মেঘ রে তুই

বলিস বন্ধুরে,

আমি আজও ভালোবাসি যে তারে ।

মেঘের সাথে মেঘের খেলা,

বন্ধু করলো অবহেলা,

মেঘের সাথে মেঘের খেলা,

বন্ধু করলো অবহেলা ।

বন্ধু আমার রইলো কোন দূরে

আমি আজও ভালোবাসি যে তারে,

আমি আজও ভালোবাসি যে তারে।

মেঘ শুধু দুঃখ পেলে কাঁদে..

রংধনু হয়ে আবার হাসে,

আমার দুঃখ গুলো আমায় নিয়ে..

সে মেঘের ভেলায় চড়ে ভাসে।

বৃষ্টি ঝরে অবেলা,

বন্ধু কোরলো অবহেলা

বৃষ্টি ঝরে অবেলা,

বন্ধু করলো অবহেলা

বন্ধু আমার রইলো কোন দূরে

আমি আজো ভালোবাসি যে তারে,

More From Jisan Khan Shuvo

See alllogo

You May Like