আমার সোনার ময়না পাখি 
কোন দোষেতে গেলা উইড়া রে... 
দিয়া মোরে ফাকি রে আমার 
সোনার ময়না পাখি। 
 MUSIC  
 KEEP SINGING  
 ️ ️MINRAJ ️ ️ 
 MUSIC  
সোনাবরন পাখিরে আমার 
কাজল বরন আখি 
দিবানিশি মন চাই ওরে... 
বাইন্ধা তোরে রাখিরে আমার 
সোনার ময়না পাখি। 
 MUSIC  
দেহ দিছি প্রাণ ও দিছি 
আর নাই কিছু বাকি 
সাজন ফুলের বাসন দিয়া রে... 
অঙ্গে দিছি মাখি রে আমার 
সোনার ময়না পাখি। 
 MUSIC  
যাইবা যদি নিঠুর পাখি 
ভাসাইয়া মোর আখি 
এ জীবনও যাবার কালে রে.. 
পাখি রে....... 
এ জীবন ও যাবার কালে রে... 
একবার যেন দেখি রে আমার 
সোনার ময়না পাখি 
কোন দোষেতে গেলা উইড়া রে 
দিয়া মোরে ফাকি রে আমার 
সোনার ময়না পাখি। 
 ধন্যবাদ সবাইকে