মেয়েঃ ভালোবাসা ভালোবাসা
ভালোবাসা ভালোবাসা
আমার অন্তরে চিরদিনই
এই শুধু আশা
ছেলেঃ আমি তোমার তুমি আমার
আমি তোমার তুমি আমার
আমার অন্তরে তুমি ছাড়া
নেই কোন ভাষা
মেয়েঃ ভালোবাসা ভালোবাসা
তুমি আর আমি বেধেছি সুখের ঘর
স্বর্গের সুখ রবে এ ঘরে জীবনভর
ছেলেঃ রাখবো তোমাকে আমার এই বুকে
তুমি যে আমার সাথী সুখে আর দুখে
মেয়েঃ ভালোবাসা ভালোবাসা
আমার অন্তরে চিরদিনই
এই শুধু আশা
ছেলেঃ আমি তোমার তুমি আমার
আমার অন্তরে তুমি ছাড়া
নেই কোন ভাষা
মেয়েঃ ভালোবাসা ভালোবাসা
ছেলেঃ সংসার সুখী হয় রমনীর গুনে
সত্যি হলো যে তাই আমার এ জীবনে
মেয়েঃ তুমি না আসলে তুমি না থাকলে
কিছুই হতো না তুমি ভালো না বাসলে
ছেলেঃ ভালোবাসা ভালোবাসা
ভালোবাসা ভালোবাসা
আমার অন্তরে চিরদিনই
এই শুধু আশা
মেয়েঃ আমি তোমার তুমি আমার
আমি তোমার তুমি আমার
আমার অন্তরে তুমি ছাড়া
নেই কোন ভাষা
ছেলেঃ ভালোবাসা ভালোবাসা
ভালোবাসা ভালোবাসা