Choice By Modhu RB 
কতো আবেগ দিয়ে ইচ্ছে গুলো 
তোর সাথে সাথে ছিলাম 
তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়ে ছিলাম 
কতো আবেগ দিয়ে ইচ্ছে গুলো 
তোর সাথে সাথেরে ছিলাম 
তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়ে ছিলাম 
তাই বুঝি কি করলি এমন ব্যাথা দিলি শেষে 
তোর মতো কে দারুন করে মিথ্যে ভালবাসে 
তাই বুঝি কি করলি এমন ব্যাথা দিলি শেষে 
তোর মতো কে দারুন করে মিথ্যে ভালবাসে.. 
আমায় কাদাস না আর আদাস নারে তুই 
তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই 
আমায় কাদাস না আর আদাস নারে তুই 
তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই 
ওরে প্রিয়া....আআআ 
ওরে প্রিয়া......আ...আ.. 
ওরে প্রিয়া....আআ 
ওরে প্রিয়া....আ...আ...আ..... 
 Choice By Modhu RB 
হয়তো কোনদিন তুই চাইবি আমাকে 
সে দিনও তুই অন্য কারো আমি আকাশে 
তারার মতো জ্বোলবো না হয় জোনাকি 
তবু ওরে তোর মতো হায় দেবোনা ফাকি। 
হয়তো কোনদিন তুই চাইবি আমাকে 
সে দিনও তুই অন্য কারো আমি আকাশে 
তারার মতো জ্বোলবো না হয় জোনাকি 
তবু ওরে তোর মতো হায় দেবোনা ফাকি 
একদিনও কি ভালবাসা ছিলনা রে মনে 
দারুন খেলা খেলে গেলি আমার গোপনে, 
আমায় কাদাস না আর আদাস নারে তুই 
তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই 
আমায় কাদাস না আর আদাস নারে তুই 
তোর সৃতি ছাড়া নেইরে আর কিছুই 
ওরে প্রিয়া....আআআ 
ওরে প্রিয়া......আ...আ.. 
ওরে প্রিয়া....আআ 
ওরে প্রিয়া....