আমায় কেনো বুঝলি না রে তুই
শিল্পীঃকেশব দে
তোর হাসিটা আমার ঘরে
এখনো রে বসত করে
দেখবি আমার নিয়া নেবে জান ।
কোন দোষেতে ছাইরা গেলি
আমায় পাগল কইরা গেলি
বাড়ছে দেখি তোর মায়ার টান ।
ও তোর হাসিটা আমার ঘরে
এখনো রে বসত করে
দেখবি আমার নিয়া নেবে জান ।
কোন দোষেতে ছাইরা গেলি
আমায় পাগল কইরা গেলি
বাড়ছে দেখি তোর মায়ার টান ।
ফিরবি নাকি তুই কোনোদিন
থাকব বল আর এমন কদিন
কেমন করে মনটা রে তোর ছুঁই ।
আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
ও আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
বলেছিলি ওরে সুজন
ভালোবেসে থাকব দুজন
তোর কথাটা তুইতো রাখলি না ।
জগৎ টারে ভুইলা আমি
চেয়েছিলাম শুধুই তোরে
তোর মনেতে আমায় রাখলি না ।
আ আ আ
বলেছিলি ওরে সুজন
ভালোবেসে থাকব দুজন
তোর কথাটা তুইতো রাখলি না ।
জগৎ টারে ভুইলা আমি
চেয়েছিলাম শুধুই তোরে
তোর মনেতে আমায় রাখলি না ।
ফিরবি না তুই আর কোনোদিন
থাকব বল আর এমন কদিন
কেমন করে মনটা রে তোর ছুঁই ।
আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
ও আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
এমন করে কইরা গেলি
পরানটারে ফালা ।
হাজার জনম যাবে আমার
যাবে নারে জ্বালা ।
এমন করে কইরা গেলি
পরানটারে ফালা ।
হাজার জনম যাবে আমার
যাবে নারে জ্বালা ।
ফিরবি নাকি তুই কোনোদিন
থাকব বল আর এমন কদিন
কেমন করে মনটা রে তোর ছুঁই ।
আমায় কেনো বুঝলি না রে তুই
আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
ও আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
ও আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।
আমায় কেনো বুঝলি না রে তুই
এখনো আমার রাতের জ্যোৎসনাটা তুই ।