তুমি যে আমার কবিতা। মাহামুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন।
গীতিকার: আবু হেনা মোস্তফা কামাল। সুরকার: সুবল দাস।
ছেলে:>> তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি
মেয়ে:>> তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী
ছেলে+মেয়ে:>> আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা।।
মিউজিক: সুবল দাস
গীতিকার: অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল
আপলোড: তারক / শিক্ষক পরিবার / আইডি- ১২৮৮০০৪/ রুম- ১১৬০৩৯১।
ছেলে:>> আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে?
হয়ত সুদূরে যেতে গো সরে!
মেয়ে:>> না, না নয়নের নীলে তুমি যে ছিলে
চিরদিন তোমারে চিনি
ছে+মে:>> তুমি যে আমার কবিতা।।
মিউজিক: সুবল দাস
গীতিকার: অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল
আপলোড: তারক / শিক্ষক পরিবার / আইডি- ১২৮৮০০৪/ রুম- ১১৬০৩৯১।
মেয়ে:>> তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
ছেলে:>> তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো।
ছেলে:>> এ মধু প্রহর হোক না অমর
ছেলে:>> ওগো মোর পল্লবিনী
তুমি যে আমার কবিতা।।
মিউজিক: সুবল দাস
গীতিকার: অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল
আপলোড: তারক / শিক্ষক পরিবার / আইডি- ১২৮৮০০৪/ রুম- ১১৬০৩৯১।
ছেলে:>> যদি এ লগন আঁধারে ঢাকে
মেয়ে:>> যদি নেভে দীপ পথেরও বাঁকে
ছেলে+ মেয়ে:>> যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দীপ পথেরও বাঁকে
ছেলে:>> তুমি যে আমার বলব আবার
মেয়ে:>> তুমি যে আমার বলব আবার
ছে+মে:>> চিরদিন তোমারে চিনি
ছেলে/মেয়ে:>> তুমি যে আমার কবিতা/ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ
আমার বাঁশীর রাগিনী
ছেলে+মেয়ে:>> আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি
তুমি যে আমার কবিতা।।
<< ধন্যবাদ >> শিক্ষক পরিবার / আইডি- ১২৮৮০০৪/ রুম- ১১৬০৩৯১।