গানের কথাঃ আমি তো আজ ভুলে গেছি সবই...
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ আনোয়ার পারভেজ,
মূলশিল্পীঃ মাহমুদুন্নবী,
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম/অলিভিয়া,
চলচ্চিত্রঃ দি রেইন (২৬/০৯/১৯৭৬ইং)
পরিচালকঃ এস,এম,সফি।
---------------------
আমি তো আজ ভুলে গেছি সবই
ঐ চোখে চেয়ে চেয়ে
হয়ে গেছি যেন কবি,
আমি তো আজ ভুলে গেছি সবই..
ঐ চোখে চেয়ে চেয়ে
হয়ে গেছি যেন কবি,
আমি তো আজ ভুলে গেছি সবই...
Music
তোমায় এত রূপবতী
করেছে আমার শিল্পী মন,
তোমার হাসি তোমার চাওয়া
আমার কাছে তাই আপন,
যুগে যুগে তোমারই
এঁকে গেছি কত ছবি,
আমি তো আজ ভুলে গেছি সবই...
ঐ চোখে চেয়ে চেয়ে
হয়ে গেছি যেন কবি,
আমি তো আজ ভুলে গেছি সবই...
Music
কেন রবে আর বন্দিনী
ধূসরমাটির পিঞ্জরে?
জীবন দোলার ছন্দে তুমি
এসো আমার এই ঘরে,
ছড়িয়ে দাও প্রেমেরই
গীতিময় সুরভি,
আমি তো আজ ভুলে গেছি সবই...
ঐ চোখে চেয়ে চেয়ে
হয়ে গেছি যেন কবি,
আমি তো আজ ভুলে গেছি সবই...
ঐ চোখে চেয়ে চেয়ে
হয়ে গেছি যেন কবি,
আমি তো ...
.................