অনেক সাধের ময়না আমার,
বাঁধন কেটে যায়,,
অনেক সাধের ময়না আমার,
বাঁধন কেটে যায়,,
মিছেই তারে শিকল দিলাম
রাঙা দুটি পায়,,
অনেক সাধের ময়না আমার,
বাঁধন কেটে যায়
মিছেই তারে শিকল দিলাম
রাঙা দুটি পায়,,
অনেক সাধের ময়না আমার,,,,
আর তো আমায় ডাকবেনা সেই
সকাল দুপুর সাজে
বলবে না আর মনের কথা
মধুর মধুর লাজে…
গাইবেনা সে গান আমারই,,,
দূর আকাশের গায়ে
মিছেই তারে শিকল দিলাম
রাঙা দুটি পায়ে,,
অনেক সাধের ময়না আমার,,,,,
কত সুখের সপন ছিল,
দুটি নয়ন ভরে
চিনেছিলাম দুজনারে,
কত আপন করে,,
মিলন মালা আজ খুলে গো,,,,,
যায় সে চলে যায়,,,
মিছেই তারে শিকল দিলাম
রাঙা দুটি পায়
অনেক সাধের ময়না আমার,,,,