আসসালামু আলাইকুম
যদি আপনাদের মনের মত
কোন গানের ট্রাক বানাতে চান
আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে
চাইলে যোগাযোগ করতে পারবেন
প্রথম গানের ট্রাকটি ফ্রিতে করে দেওয়া হয়
পরে যা আপলোড করাবেন
প্রতি ট্রাক এর জন্য ১০০ টাকা করে
মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে
মাঝে মাঝে নীরবেই চোখে জল ঝরে
মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে
মাঝে মাঝে নীরবেই চোখে জল ঝরে
মাঝে মাঝে সবকিছু লাগে বড় ফাঁকা
এত জ্বালা সই কি গো যায় বেঁচে থাকা
মাঝে মাঝে মনে হয় মরণেও সুখ
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
লাল চুড়ি লাল ফিতা ছিল তোর বায়না
এখন কি সেই সব আর মনে চায় না
টক-ঝাল চকলেট ছিল তোর বড় টান
একদিন ভুলে গেলে আহা কি যে অভিমান
রুপা আজ কার খুলে পড়ছে সে ডুলে ডুলে
রুপা আজ কার খুলে পড়ছে সে ডুলে ডুলে
কার মায়া ঠোটে মুখে হাসি হাসি মুখ
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
একদিন ভোরবেলা পত্রিকা খুলতেই
যদি তোর চোখে পড়ে ইমন আর বেঁচে নেই
একা একা রুপা তুই হেসে দিস এক গাল
যাক বাবা বাঁচা গেল দূর হলো জঞ্জাল
এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা
এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা
কার এতো ঠেকা দোষ বল শুনে বসে দুখ
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে
মাঝে মাঝে নীরবেই চোখে জল ঝরে
মাঝে মাঝে সব কিছু লাগে বড় ফাঁকা
এত জ্বালা সয়ে কি গো যায় বেঁচে থাকা
মাঝে মাঝে মনে হয় মরণেও সুখ
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক
রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক