menu-iconlogo
huatong
huatong
avatar

কি দিয়া কি দিয়া বন্ধু মন

Monir Khan/Samina Chowdhuryhuatong
s_h_a_ehuatong
Lyrics
Recordings
কি দিয়া কি দিয়া বন্ধু

মন টা কাড়িলা

বশী করন তাবিজ দিয়া প্রানে মারিলা

অন্তরে তে পিরিতের ই মায়া লাগাইলা

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

কি দিয়া কি দিয়া বন্ধু মন টা কাড়িলা

বশী করন তাবিজ দিয়া প্রানে মারিলা

অন্তরে তে পিরিতের ই মায়া লাগাইলা

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

হায় কাজল দিলাম দুই নয়নে

সুন্দর যদি লাগে

চুপি চুপি তোমায় আমি

দেখব সবার আগে

কাজল দিলাম দুই নয়নে

সুন্দর যদি লাগে

চুপি চুপি তোমায় আমি

দেখব সবার আগে

ভালবাসার কোন রঙেতে আমায় রাঙ্গাইলা

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

ও অনেক দিনের মনো আশা

পূর্ণ হইল বুঝি

দমে দমে এখন আমি

তোমায় বন্ধু খুঁজি

অনেক দিনের মনো আশা

পূর্ণ হইল বুঝি

দমে দমে এখন আমি

তোমায় বন্ধু খুঁজি

এক জনমের এই পিরিতে

পরান মজাইলা

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

কি দিয়া কি দিয়া বন্ধু,

মন টা কাড়িলা

বশী করন তাবিজ দিয়া,

প্রানে মারিলা

অন্তরে তে পিরিতের ই মায়া লাগাইলা

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

তুমি ছাড়া হায় এখন প্রানে বাঁচা দায়

ধন্যবাদ সবাইকে

More From Monir Khan/Samina Chowdhury

See alllogo

You May Like