তোমার আমার স্বপ্ন গ্রুপ
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই..
আমার, ছোট দুটি ডানা এখন
উড়তে আমার মানা, আমার
ছোট দুটি ডানা এখন
উড়তে আমার মানা, ও তোর
বুকের খাঁচায় তাই লুকিয়ে রই
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই..
তোমার আমার স্বপ্ন গ্রুপ
আমি পাখি নই সাধারন নইকো যেমন তেমন
ওই যে আকাশ যতো বড়,অন্তরে প্রেম তেমন
আমি পাখি নই সাধারন নইকো যেমন তেমন
ওই যে আকাশ যতো বড়,অন্তরে প্রেম তেমন
সত্যবাদী পাখি আমি মিথ্যাবাদী নই..
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই.
আমার, ছোট দুটি ডানা এখন
উড়তে আমার মানা, আমার
ছোট দুটি ডানা এখন
উড়তে আমার মানা, ও তোর
বুকের খাঁচায় তাই লুকিয়ে রই.
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই.
তোমার আমার স্বপ্ন গ্রুপ
প্রেম সোহাগি পাখিরে তোর প্রেমের এমন ধরন
তোরই প্রেমে বাচন আমার তোরই প্রেমে মরণ
প্রেম সোহাগী পাখিরে তোর প্রেমের এমন ধরন
তোরই প্রেমে বাঁচন আমার তোরই প্রেমে মরন
দু:খ সুখে আমি যেন তোরই আপন হই
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই..
আমার, ছোট দুটি ডানা এখন
উড়তে আমার মানা, আমার
ছোট দুটি ডানা এখন
উড়তে আমার মানা, ও তোর
বুকের খাঁচায় তাই লুকিয়ে রই..
পাখিরে ও পাখিরে
আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই...